Description
এই জাতের আমকে অতি আশু বা আগাম জাতের আম বলা হয়।দক্ষিণ ভারত এলাকায় এই আমটিকে অন্য নামেও ডাকা হয়। যেমনঃ চিন্না সুবর্ণরেখা, সিন্দুরী, সুন্দরী, সন্ধুরী ইত্যাদি।এই জাতের আমটি উপকূলীয় এলাকায় সাধারণত চাষের জন্য বেশী উপযোগী। তবে, এখন সারা দেশেই কম বেশী সুবর্ণরেখা জাতের আম চাষ করা হচ্ছে এবং ভাল ফলন হচ্ছে। ৫। ইদানীং দেশের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলে বাণিজ্যিকভাবে এই জাতের আমটি ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। আমটির আকার মাঝারি, অনেকটা ডিম্বাকৃতির।
Reviews
There are no reviews yet.