এক নজরে

মোঃ লেবু মিয়া
কৃষি উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এ.আর মামুন নার্সারী
মোঃ লেবু মিয়া
কৃষি উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এ.আর মামুন নার্সারী

আমি মোঃ লেবু মিয়া ১৯৭১ খ্রীঃ ৫ মে, নীলফামারী জেলা সদরে কচুকাটা ইউনিয়নে কৈ পাড়া গ্রামে জন্মগ্রহন করেন। আমার পিতার নামঃ কুবাদ আলী, মায়ের নামঃ গোলেজন বেওয়া। আমি ২০০১ ইং সালে এ.আর মামুন নার্সারী প্রতিষ্ঠা করি। দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশের উত্তর অঞ্চল সহ সারা দেশে মানসম্মত উন্নত মানের কলম চারা সরবরাহ করে আসতেছি। ১ বিঘা জমি লিজ নিয়ে নার্সারী শুরু করে পরিশ্রম, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বর্তমানে ৪৫ বিঘা জমিতে নার্সারী ও মিশ্র ফলের বাগান করেছি। নার্সারী ও মিশ্র বাগানের পরিধি আরো বাড়িয়ে দেশি ও বিদেশী নতুন নতুনA ফল ও ফসলের জাত সংগ্রহ করে চাহিদা ভিত্তিক লাভজনক গুলো বাছাই করে কলম চারা তৈরি করে সরবরাহ করিতেছি। ভবিষ্যতে অনলাইনে মার্কেটিং এর জন্য অ্যাপস তৈরি করার পরিকল্পনা আছে। উন্নত মানের দেশি ও বিদেশি গাছের চারা উৎপাদন করার পাশাপাশি ২০১৩ ইং সালে সাদকি কমলা বাগান লাগানো হলে ২০১৮ সাল থেকে সারা বাংলাদেশে ব্যপক ভাবে বিস্তৃত লাভ করে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় স্বীকৃতি স্বরুপ জেলা বৃক্ষ মেলায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করার পর ২০০১ ইং সাল থেকে প্রশংসনীয় অবদানের জন্য বিশেষ স্থান অধিকারের পাশাপাশি ২০১৪ ইং সাল থেকে ২০১৯ ইং সাল পর্যন্ত টানা ৬ বছর ধরে নীলফামারী জেলা সদরে বৃক্ষ মেলায় প্রথম স্থান লাভ করি এবং করোনা মহামারি পরবর্তীতে ২০২২ ইং সালে শেষের দিকে কৃষি মেলায় প্রথম স্থান এবং জাতীয় ফল মেলায় সমন্বিত ভাবে প্রথম স্থান লাভ করি। সর্বোপরি আমি আশাকরি আমার এই গবেষণা কার্যক্রম কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে কৃষি বাণিজ্যতে প্রভাব ফেলবে এবং দেশে নারী ও বেকার যুবকদের আত্ন উন্নয়ন ও আন্তকর্মসংস্থান সৃষ্টিতে সহয়তা করবে।

প্রিন্ট ও অনলাইন মিডিয়া নিউজ

উৎপাদন ও বিপণন

প্রিমিয়াম কাস্টমার

5269
ক্লায়েন্ট
600
উৎপন্ন চারা
14
পুরস্কার
22
পথচলা
29
প্রান্তিক নার্সারি

বিনামূল্যে পরিবহন.

24/7 সাপোর্ট

অনলাইন পেমেন্ট.

দ্রুত ডেলিভারি.